শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনাভাইরাস: বিশ্বে মৃতের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ২:২৯ পিএম

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার অতিক্রম করেছে। মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৪৪৯ জনের। এই পর্যন্ত সুস্থ হয়েছে ৬৪ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ।

আজ রোববার সকালে ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, তালিকায় সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ জন। করোনায় দেশটিতে প্রাণ গেছে ১ লাখ ৩২ হাজার ৩১৮ জনের।

ব্রাজিলে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা ৬৪ হাজার ৩৬৫ জন। তালিকার তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় আক্রান্তে সংখ্যা ৬ লাখ ৭৪ হাজার ৬১৫ জন। মৃত্যু হয়েছে ১০ হাজার ২৭ জনের।

৬ লাখ ৭৩ হাজার ৯০৪ জন আক্রান্ত ভারতে। এই পর্যন্ত দেশটিতে লাশের মিছিলে যোগ হয়েছে ১৯ হাজার ২৭৯টি দেহ। ২ লাখ ৯৯ হাজার ৮০ জন মোট আক্রান্ত নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে পেরু। দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ১০ হাজার ৪১২ জনের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন