শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বন্যার্ত অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসুন-মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ৮:৩৭ পিএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা গুলোতে বন্যায় ব্যাপক লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি। একদিকে করোনা মহামারী অপর দিকে বন্যার কারণে মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে। দীর্ঘদিন করোনা মহামারীর কারণে সাধারণ মানুষের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দরিদ্রসহ মধ্যবিত্ত পরিবারগুলোও অতি কষ্টে দিনাতিপাত করছে। এখনো অনেক অসহায় পরিবারের কাছে সরকারি বেসরকারি কোনো সহযোগিতাই পৌঁছেনি।
নদী রক্ষাবাধ নির্মাণে দুর্নীতি ও নদী ভাঙ্গন রোধে পরিকল্পিত ব্যবস্থা না থাকার কারণেই বার বার বন্যায় ক্ষতির সম্মুক্ষীন হচ্ছে দেশের জনগণ। পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়ার আগেই সরকারের উচিত অসহায় মানুষের জীবন বাচাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। আজ সোমবার কামরাঙ্গীরচরে দলের কেন্দ্রীয় মারকাজে দলের কেন্দ্রীয় নেতা মাওলানা হেদায়াতুল্লাহ বাশার (রহ.) এর স্মরণে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াযী, নায়েবে আমীর মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মীর ইদরিস, মাওলানা সাঈদুর রহমান, হাজী জালাল উদ্দিন বকুল, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মাওলানা ফিরোজ আশরাফী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, শাহজাহান, মাওলানা সানাউল্লাহ, এডভোকেট মুহাম্মদ লিটন চৌধুরী, মাওলানা সাজেদুর রহমান, ডাঃ নিয়ামত আলী ফকির, আলহাজ আব্দুল মালেক চৌধুরী, মুফতি ইলিয়াছ মাদারীপুরী, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি আফম আকরাম হুসাইন, মাওলানা সালাহউদ্দিন জয়নাল ও হাফেজ আবুল কাশেম রায়পুরী।
তিনি বন্যার্ত অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে দেশের বিত্তবানদের প্রতি আহবান জানান। মাওলানা আতাউল্লাহ আরো বলেন, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জিহাদে মাওলানা হেদায়াতুল্লাহ বাশারের ত্যাগ ও কুরবানি চির স্মরণীয় হয়ে থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন