শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

রেমিট্যান্স কমেছে মধ্যপ্রাচ্য থেকে

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক ঃ ২০১৫-১৬ অর্থবছরে মধ্যপ্রাচ্য থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে কমেছে। সদ্য সমাপ্ত হওয়া বছরটিতে ২০১৪-১৫ অর্থবছরের চেয়ে রেমিট্যান্স কমেছে প্রায় ৫২ কোটি ২৩ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা বলেন, গত বছর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশের জনশক্তি রফতানি বন্ধ ছিল। মূলত এ কারণে মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স প্রবাহ কমেছে। জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রবাসীরা ৮৫৫ কোটি ৪৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। এর আগের অর্থবছর ২০১৪-১৫ তে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে রেমিট্যান্স এসেছিল ৯০৭ কোটি ৭২ লাখ ডলার। সুতরাং মাত্র এক বছরে রেমিট্যান্স কমেছে ৫২ কোটি ২৩ লাখ ডলার। তথ্যানুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে ১ বছরে এসেছে ২৯৬ কোটি ১ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ২৭১ কোটি ডলার, কুয়েত থেকে ১০৩ কোটি ডলার, ওমান থেকে ৯১ কোটি ডলার, বাহরাইন থেকে ৪৮ কোটি ডলার, কাতার থেকে ৪৩ কোটি ডলার ও লিবিয়া থেকে এসেছে প্রায় ১ কোটি ডলার রেমিট্যান্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন