বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক ঃ স্মার্টফোন হার্ডওয়্যার খাতে লোকসান এবং নকিয়ার সেলফোন বিভাগ অধিগ্রহণের কারণে ৭৬০ কোটি ডলার ক্ষতির মুখে দাঁড়িয়ে সময়টা খুব ভালো যাচ্ছে না মাইক্রোসফটের। এজন্য কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। সম্প্রতি আরো ২ হাজার ৮৫০ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন প্রভাবশালী এ সফটওয়্যার নির্মাতা। মাইক্রোসফট এর আগে ১ হাজার ৮৫০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল। অর্থাৎ ২০১৭ অর্থবছরের মধ্যে বিশ্বব্যাপী মোট ৪ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি। পিসি ওয়ার্ল্ড প্রকাশিত গত শুক্রবারের এক প্রতিবেদন অনুযায়ী, গত জুনে শুধু স্মার্টফোন ইউনিট থেকে ৭ হাজার ৪০০ কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। বিবৃতি অনুযায়ী, নকিয়া অধ্যায় খুব দ্রæতই শেষ করে দেয়া হবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা জানান, ডিভাইস-সম্পর্কিত নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং সব ধরনের মোবাইল প্লাটফর্মের পরিবর্তে ক্লাউড সেবার দিকে বেশি নজর দেয়া হবে। সাম্প্রতিক ছাঁটাইয়ের ঘোষণার ফলে নকিয়ার যেসব কর্মী মাইক্রোসফটের অধীন কাজ করতেন, তাদের অধিকাংশই চাকরি হারাবেন। লুমিয়া ও উইন্ডোজ ফোনের ব্যবসায় কৌশলগত ব্যর্থতার কারণে বিক্রির হার কমে যায়, যার মারাত্মক প্রভাব পড়ে প্রতিষ্ঠানটির শেয়ারদরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন