মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রক্তে অস্বাভাবিক উচ্চমাত্রায় সুগার থাকলে করোনায় মৃত্যু ঝুঁকি দ্বিগুণেরও বেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ১০:১৪ এএম

রক্তে অস্বাভাবিক উচ্চমাত্রায় সুগার রয়েছে কোভিড -১৯ আক্রান্ত এমন রোগীদের মৃত্যু ঝুঁকি দ্বিগুণেরও বেশী। চীনের গবেষকরা শনিবার এ কথা জানায়।

বিজ্ঞানীরা প্রথমবারের মতো নিশ্চিত করতে পেরেছেন যে, হাইপারগ্লাইসোমিয়া আক্রান্ত রোগী যাদের ডায়াবেটিস ধরা পড়েনি তারা কোভিড -১৯ এ সর্বোচ্চ মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। ডায়াবেটোলজিয়া জার্নালে এই রিপোর্ট প্রকাশিত হয়।

উহানের দু’টি হাসপাতালে ৬০৫ জন কোভিড -১৯ রোগীর ওপর পরীক্ষা চালিয়ে এই তথ্য পাওয়া যায়।

রিপোর্টে বলা হয়, উচ্চ রক্তচাপে মুত্যুর ঝুঁকির সঙ্গে কোভিড -১৯ সংক্রমন আলাদাভাবে মৃত্যু ঝুঁকি আরো বাড়িয়ে দেয়।

ডায়াবেটিস রোগীদের ওপর পরিচালিত পূর্ববর্তী গবেষণার ওপর ভিত্তি করে এই গবেষণা চালানো হয়।

এই জার্নালে মে মাসে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, ফ্রান্সের হাসপাতালগুলোতে ডায়াবেটিস রয়েছে এমন কোভিড -১৯ আক্রান্ত ১০ জনের ১ জন মারা গেছে। এই হার তুলনামূলকভাবে অন্য রোগীদের চেয়ে অনেক বেশী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ashraful islam ১২ জুলাই, ২০২০, ১১:৪৭ পিএম says : 4
Covid 19 20 days
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন