শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা নিয়ে আরও ভয়ঙ্কর তথ্য!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২০, ১:৫৬ পিএম

করোনাভাইরাস নিয়ে আশার বাণী কেউ শোনাতে পারচ্ছেন না। বরং গবেষণায় বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। এমনিতেই করোনাভাইরাসের হানায় লন্ডভন্ড বিশ্ব। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ইতালির এক গবেষণায় সামনে এলো আরও ভয়ঙ্কর তথ্য।

বলা হচ্ছে, একবার করোনা আক্রান্ত হলে শরীরে তৈরি হয় অ্যান্টিবডি। যা দিয়ে সংক্রমণ আটকানো সম্ভব। কিন্তু ইতালির গবেষকরা বলছেন, করোনা রিপোর্ট নেগেটিভ এলেও আক্রান্তের শরীরে আক্রান্ত হওয়ার দু’‌মাস পরেও দেখা যাচ্ছে নানারকম উপসর্গ।

ইতালির ১৪৩ জন করোনা আক্রান্তের ওপর একটি সমীক্ষা চালিয়েছিলেন গবেষকরা। এই ১৪৩ জন করোনা আক্রান্তের ৯০ শতাংশ আক্রান্ত হওয়ার দু’মাস পরেও শরীরে উপসর্গ নিয়ে ঘুরছেন। তাদের মধ্যে ক্লান্তি রয়েছে, রয়েছে আরও নানারকম শারীরিক সমস্যা। মাত্র ১৩ শতাংশ মানুষ একেবারে করোনা উপসর্গকে শরীর থেকে নির্মুল করতে পেরেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন