শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

হাইয়া সোফিয়ায় নামাজের সময় ঢেকে দেয়া হবে যেসব চিহ্ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ১২:০১ এএম

তুরস্কের ঐতিহাসিক নিদর্শন হাইয়া সোফিয়া বা হাজিয়া সোফিয়াকে স¤প্রতি মসজিদ হিসেবে ঘোষণা করেছে দেশটির একটি আদালত। মসজিদে রূপান্তর হওয়ার চলতি মাসের ২৪ তারিখ থেকে হাজিয়া সোফিয়াতে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। তবে নামাজের সময় মসজিদটির ভেতরে থাকা খ্রিস্টীয় চিহ্ন বিশেষ একটি লেজারের মাধ্যম ঢেকে দেয়া হবে।জানা গেছে , হাজিয়া সোফিয়াকে মসজিদে রাপন্তরিত করলেও এর ভেতরে বহু জায়গায় খ্রিস্টীয় চিহ্ন রয়েছে। জাদুঘর হিসাবে দর্শনীয় স্থান হয়ে উঠলেও সেই চিহ্নগুলোকে সরানো হয়নি। কিন্তু এখন পরিস্থিতি আলাদা। এ নিয়ে তুরস্কের এ কে পার্টির মুখপাত্র ওমর সেলিক জানিয়েছেন, এই জাদুঘরে প্রবেশ ছিল অবাধ। কোনও প্রবেশম‚ল্য নেওয়া হত না। জাদুঘরের ভিতর বহু জায়গায় ঐতিহাসিক চিহ্ন রয়েছে। সেগুলোকে আপাতত নামাজের সময় ঢেকে রাখা হবে। তবে পরবর্তী সময়ে ওই চিহ্নগুলো একেবারে মুছে ফেলা হবে কি না তা নিয়ে তিনি কিছুই বলেননি। তুরস্কের একটি আদালত জানিয়েছিল, ১৯৩৪ সালে বেআইনিভাবে এই মসজিদকে জাদুঘরে পরিণত করা হয়েছিল। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এর পরই ঘোষণা দেন, দুসপ্তাহের মধ্যে মসজিদে রূপান্তরিত করা হবে হাজিয়া সোফিয়াকে। আনাদোলু।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammad Sirajullah, M.D. ১৯ জুলাই, ২০২০, ১০:৪৯ পিএম says : 0
It is now open that any country can forcefully convert any religious sites to be the religious site fort the majority populates our site fo serve for other religion if they have political power. Demolityion of BABRI Majsi Majsid in India is now approved by Turkey. Now it is open that all maids in Europe and Americ America and all other non-Muslim countries can demolish or convert all Mosques.
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন