শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযান বাসার মালিকের ছেলেসহ ৪ জন রিমান্ড শেষে জেলে

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ের মালিকের ছেলে মাজহারুল ইসলামসহ চারজনকে রিমান্ড শেষে গতকাল কারাগারে পাঠিয়েছেন আদালত। এরা হলেন-মাজহারুল ইসলাম, মাহফুজুল আনসার, মমিন উদ্দিন এবং জাকির হোসেন।
দুইদিনের রিমান্ড শেষে গতকাল দুপুরে মিরপুর মডেল থানার এসআই বজলার রহমান তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন শুনানি শেষে জামিন না’মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, কল্যাণপুরের ৫ নম্বর সড়কে জাহাজ বিল্ডিং নামে পরিচিত তাজ মঞ্জিলের পঞ্চম তলায় গত ২৬ জুলাই ভোররাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। এরপর ওই ভবনের মালিকের স্ত্রী ও ছেলেসহ পাঁচজনকে আটক করে পুলিশ। তাজ মঞ্জিলের মালিক আতাহার উদ্দিন আহমেদ। তাদের বিরুদ্ধে ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য না নেওয়া ও পুলিশের কাছে ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য গোপন করার অভিযোগ করেছে পুলিশ।
একই অভিযোগে আটক ভবনের মালিকের স্ত্রী মমতাজ পারভীনও দুইদিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। এদিকে, কল্যাণপুরে জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১৯ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বুধবার রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন