চট্টগ্রাম ব্যুরো : ‘বাঘ কাঁপানো’ মাঘ মাস শেষ না হতেই আবহাওয়ায় এখন পুরোদমে বিরাজ করছে বসন্তকালীন আমেজ। দেশের কোথাও গত ক’দিন ধরে নেই শৈত্যপ্রবাহ। গতকাল (বুধবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ১২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ৩০.৪ ডিগ্রি সে.। এ সময় ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ও ১৭.৬ ডিগ্রি সে., চট্টগ্রামে ২৬.৭ ও ১৬.২ ডিগ্রি সে., যা মৌসুমের বর্তমান সময়ের স্বাভাবিক অবস্থার চেয়ে যথেষ্ট বেশি।
আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া সারাদেশে প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা দেশের উত্তরাংশে সামান্য হ্রাস পেতে পারে এবং সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টা পর আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন