ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ঝিনাইদহের কালীগঞ্জ ইমাম পরিষদের সদস্যরা। গত রোববার সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী বিমল মল্লিক (৬৫)। মৃত্যুর পর সকাল থেকে বিকাল গড়ালেও তার সৎকারে কেউ এগিয়ে আসেননি। তার আত্মীয়-স্বজন প্রতিবেশি এমনকি হিন্দু সম্প্রদায়ের স্থানীয় সংগঠনের কেউ এগিয়ে আসেননি। পরে খবর পেয়ে মৃত ব্যক্তির বাড়িতে ছুটে যান কালীগঞ্জ ইমাম পরিষদের সদস্যরা। তারা করোনায় মৃত হিন্দু ধর্মের অনুসারী ওই ব্যক্তির সৎকার সন্ধ্যা সাড়ে সাতটায় সম্পন্ন করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুলতান আহমেদ জানান, কালীগঞ্জ শহরের মল্লিক জুয়েলার্সের মালিক বিমল মল্লিক করোনায় আক্রান্ত হয়ে গত রোববার মারা যায়। গত বৃহস্পতিবার তিনি নমুনা দিয়েছিলেন। শনিবার তার পজেটিভ রিপোর্ট আসে। তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এরপর গত রোববার সকালে অবস্থার অবনতি হয় ও নিজ বাড়িতেই মত্যুবরণ করেন।
কালীগঞ্জ ইমাম পরিষদের দাফন কমিটির প্রধান উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সৌরভ বলেন, গত রোববার সকালে হিন্দু ধর্মের এক ব্যক্তি করোনায় মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তির সৎকারে বিকাল পর্যন্ত কেউ এগিয়ে আসেননি। এ খবর কালীগঞ্জ পৌর কাউন্সিলর মুক্তার হোসেন ইমাম পরিষদকে জানান। পরে বিমল মল্লিকের ২ সন্তানকে সাথে নিয়ে লাশ শহরের নিশ্চিন্তপুর শ্মশানে মাটি চাপা দেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন