শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পুলিশ-র‌্যাবের কোনো কর্মকান্ডই জনগণ বিশ্বাস করে না-হান্নান শাহ

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পুলিশ আর র‌্যাবের কোনো কর্মকা-ই জনগণ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ। গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, কল্যাণপুরে ঘটে যাওয়া জঙ্গি হামলা নিয়ে আমি বিতর্ক করতে চাই না, জনগণই কথা বলা শুরু করেছে। কারণ পুলিশ-র‌্যাবের কোনো কর্মকা-ই জনগণ এখন আর বিশ্বাস করে না। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বর্তমান সরকারকে দিয়ে জঙ্গি ও সন্ত্রাস দমন সম্ভব নয় উল্লেখ করে হান্নান শাহ বলেন, এই সরকারকে দিয়ে হবে না। কারণ তারা নিজেরাই সন্ত্রাসী ও জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। ইতোমধ্যে জাতীয় ঐক্য হয়ে গেছে প্রধানমন্ত্রীর দেয়া এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাঝোতা ঠিকই করেছেন। তবে তৎকালীন গণবাহিনী সন্ত্রাসীদের প্রধান আজকের তথ্যমন্ত্রী ইনুদের সাথে। সরকার জনগণকে ধোঁকা দিয়ে বিরোধী দলকে নির্মূল করার লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের সমালোচনা করে হান্নান শাহ বলেন, এই সরকার নিজেই জঙ্গিদের অশ্র্রয় দিচ্ছে, সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। গত তিন-চার দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কী হচ্ছে? আপনারা কী সন্ত্রাসীদের চোখে দেখেন না?
হান্নান শাহ বলেন, রমজানে তিন দিনে ভারতীয় দূতাবাস দেড় লাখ বাংলাদেশীকে ভিসা দিলো ঈদের কেনাকাটা করার জন্য। এই দেড় লাখ মানুষ যদি বেশি না ৩০ হাজার টাকা করে নিয়ে গিয়ে থাকেন, তাহলে ৪ হাজার ৫০০ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে ভারতে। এই টাকা ব্যাংকের মাধ্যমে যায়নি। ভারতে বৈদেশিক মুদ্রা আয়ের তালিকায় বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, হিন্দুস্থানে যে বৈদেশিক মুদ্রা আয় হয়, তার মধ্যে মধ্যপ্রাচ্য আছে, আমেরিকা, ইউরোপের পর আসে বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে তৃতীয়। আমার প্রশ্নÑ এই যে কোটি কোটি টাকা ভারতীয়রা বাংলাদেশ থেকে উপার্জন করে সেদেশে পাঠাচ্ছে তার মধ্যে কত টাকা ব্যাংকের মাধ্যমে যায়? এই যে মানিলন্ডারিং হচ্ছে, তা সরকার স্বীকার করে কি না? সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম পটু, মারুফ আল হাসান, জিয়াউদ্দিন শাহীন, সৈয়দ আজম উদ্দিন, ইয়াসীন আলী, সাদরাজ জামান, আনু মোহাম্মদ শাহীন, কামরুজ্জামান বিপ্লব, সাহাবুদ্দিন মুন্না, লিটন মাহমুদ, রফিক হাওলাদার, আওলাদ হোসেন উজ্জ্বল বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন