মিসরের নর্থ সিনাই অঞ্চলে আকাশ ও স্থল পথে হামলা চালিয়ে সন্দেহভাজন ১৮ জঙ্গিকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে এমন দাবি করেছে তারা। ওই অঞ্চলে দীর্ঘদিনের চলমান বিদ্রোহ দমনের অংশ হিসেবে সেনাবাহিনী মঙ্গলবার এ অভিযান চালায় বলেও জানানো হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বাইর আল আবেদ শহরে তাদের সদস্যরা তাকিফিরি সন্ত্রাসীদের একটি হামলা প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। বিমানবাহিনীর সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ধাওয়া করে এবং ১৮ জনকে হত্যা করে। ইজিপ্ট ইডিপেনডেন্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন