ঐতিহাসিক আয়া সোফিয়া পরিদর্শন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। নামাজ শুরুর কয়েকদিন আগেই হঠাৎ ঐতিহাসিক এই স্থাপনাটি পরিদর্শনে ঝটিকা সফরে যান প্রেসিডেন্ট এরদোগান। পরিদর্শন শেষে মসজিদটির রূপান্তর কাজ পর্যালোচনা করেছেন তিনি। একই সাথে ভবনের ভেতরে ভাসমান চিত্রের সাহায্যে সব দেখানো হয়। দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ, দিয়ানেত বলেছে যে খ্রিস্টান ধর্মের যে চিহ্নগুলো আছে তা নামাজের সময় পর্দা বা লেজারের সাহায্যে ঢেকে দেয়া হবে। তবে আগামীকাল শুক্রবারের নামাজে অংশ নিতে প্রায় ৫০০ মুসল্লির মধ্যে এরদোগান থাকবেন কি না এখনো তা স্পষ্ট নয়। নামাজের সময় ছাড়া বাকী সময় দর্শনার্থীদের জন্য এই স্থান উন্মুক্ত থাকবে। চলতি মাসের ১০ তারিখ এরদোগান আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা করেন। আগামী ২৪ তারিখ থেকে মসজিদটিতে নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়া সোফিয়া বিশ্বের অন্যতম ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ও সাংস্কৃতিক নিদর্শন যা ষষ্ঠ শতাব্দীতে বায়জেন্টাইন সম্রাটের আমলে নির্মাণ করা হয়েছিল। শুরুতে এটি গ্রিক অর্থোডক্স গির্জা হিসেবে ব্যবহৃত হতো। আল-জাজিরা, আনাদোলু এজেন্সি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন