কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের সৈয়দখাঁরকান্দি গ্রাম থেকে গত মঙ্গলবার রাত ১০টায় দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দখাঁরকান্দির গ্রামের মৃত জীবন মিয়ার বাড়ি থেকে ৪ ডাকাতকে আটক করা হয়। এ সময় এ বাড়ির পরিত্যক্ত লাকড়ির ঘরের ভেতরে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ১টি দেশীয় তৈরি পাইপগান, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুকের অংশ, পাইপগান তৈরির লোহার পাইপ, স্টিলের ছুরি, ৫টি বন্দুকের কার্তুজ এবং ১টি ফায়ার্ড কার্তুজ উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সৈয়দখাঁরকান্দির গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে রিপন ব্যাপারী, তুজারভাঙ্গা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে শাহপরান, দাউদকান্দির পৌরবাজারের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. জাকির হোসেন, রূপগঞ্জ থানার মৃত সুরত উল্লাহর ছেলে মো. হযরত আলী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন