আগামী ২৯ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার উপস্থাপনায় নতুন পডকাস্টের সম্প্রচার। এ অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি কে হবেন তা নিয়ে কৌতূহল উঁকি দিচ্ছিলো মানুষের মনে। শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে মিশেল জানালেন তার স্বামী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাই হচ্ছেন প্রথম পর্বের অতিথি। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ‘দ্য মিশেল ওবামা পডকাস্ট’ সম্প্রচারিত হবে স্পটিফাইতে। ধারাবাহিকভাবে বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেয়া হবে সেখানে। প্রতি পর্বে একজন করে অতিথি থাকবেন। শুক্রবার এক টুইটার পোস্টে সঞ্চালক মিশেল লিখেছেন, ‘মিশেল ওবামা পডকাস্টে কে অতিথি হচ্ছেন তা নিয়ে আপনাদের আর অপেক্ষায় রাখতে চাই না। আমার মা, আমার বান্ধবী, আমার সহকর্মী এবং আরও অনেকে তা জানার অপেক্ষায় আছেন। ২৯ জুলাই আমার অতিথি হচ্ছেন আপনাদের খুব পরিচিত মুখ বারাক ওবামা।’ টুইটারে কয়েকজন ভবিষ্যত অতিথির নামও উল্লেখ করা হয়েছে। তারা হলেন, ভ্যালেরি জ্যারেট ও টক শো উপস্থাপক কোনান ও’ব্রিয়েন। ‘দ্য মিশেল ওবামা পডকাস্ট’ এর প্রযোজনা করছে হাইয়ার গ্রাউন্ড প্রডাকশন্স। ২০১৮ মালে বারাক ওবামা ও মিশেল ওবামা যৌথভাবে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। নেটফ্লিক্সের সঙ্গে কন্টেন্ট নিয়ে চুক্তি রয়েছে কোম্পানিটির। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন