একটি নতুন টিভি ড্রামা সিরিজে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার ভূমিকায় অভিনয় করছেন ভায়োলা ডেভিস। অভিনেত্রী জানিয়েছেন এই কাজটি তার জন্য খুব ভীতিকর অভিজ্ঞতা। তিনি বলেন, আতঙ্কিত হবারই কথা কারণ এটি এমন একটি কাজ যা করতে গেলে দর্শকরা আমাকে চিনে ফেলবে, এটি একটি বড় ‘ইমপোস্টার (প্রতারক) সিনড্রোম। মিশেল ওবামার ব্যাপারটা হল- সবাই তাকে কোনও না কোনোভাবে চেনে। তার বইটি প্রকাশিত হবার পর বেস্টসেলার হয়েছে। সবাই জানে তিনি দেখতে কেমন। তার কণ্ঠস্বর কেমন। এছাড়া মিসেস ওবামা ‘দ্য ফার্স্ট লেডি’ সিরিজে তার অভিনয় কেমন হচ্ছে যাচাই করবেন তাও অস্বস্তির বিষয়। এন্টারটেইনমেন্ট টুনাইটকে তিনি বলেন, এক ধরণের বোন-বোন বন্ধনের মত আরকি, আমার বোনটিকে যাতে খারাপ না দেখায় তাই বিবেচনা করতে হবে। এই সব বিষয় যা অভিনয়শিল্পীর ভাবনা থেকে আসে না বরং একজন মানুষ হিসেবে ভাবতে হয়। মার্কিন মানসিকতা সঠিকভাবে বোঝার জন্য ডেভিস সাবেক ফার্স্ট লেডির প্রশংসা করছেন। তিনি আরও বলেন, আর সত্য কথা বলতে, মিশেল ওবামার ভাল দিকটি ঠিক তাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন