মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘নগরী অন্ধকারে ডুবে না এটাই আমার অর্জন’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২০, ১২:০২ এএম

নগরীর এখন আর অন্ধকারে ডুবে থাকে না জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এটাই আমার বড় অর্জন। তিনি বলেন, রাতে আবর্জনা অপসারণ, নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে সবুজায়ন এবং বিলবোর্ডমুক্ত নগরী উপহার দিয়েছি।

গতকাল শনিবার নগরভবন মিলনায়তনে চসিক বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে সমন্বয় সভায় মেয়র এসব কথা বলেন।
মেয়র বলেন, ঠিকাদারদের ১৮১ কোটি টাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ প্রায় ৩শ’ কোটি টাকা দেনার ভার নিয়ে আমি দায়িত্ব গ্রহণ করে ধীরে ধীরে এই সংকট কাটিয়ে কর্পোরেশনকে স্বাবলম্বী করেছি। প্রশাসনিক শৃঙ্খলা এবং স্বচ্ছতা নিশ্চিত ও অনিয়ম দূর করতে শতভাগ সফল হওয়ার লক্ষ্যেই কাজ করেছি। সমন্বয় সভায় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কান্তি দাশ, সহকারী প্রকৌশলী রেজাউল বারী, আনোয়ারুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন