ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার আষাঢ়িয়ারচর এলাকা থেকে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. খোকন মিয়া (২৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।
গত শনিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোল প্লাজার চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার সামনে পুলিশ চেক পয়েন্টে ঢাকাগামী প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক বিক্রেতা গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খোকন নরসিংদীর মনোহরদী উপজেলার পোতাশিয়া গ্রামের মনির হোসেনের ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন