মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জুলাইয়ে ৮০টি ধর্ষণসহ ৩৭০ নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটেছে -মহিলা পরিষদ

প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার
চলতি বছর জুলাই মাসে ৮০টি ধর্ষণের ঘটনাসহ মোট ৩৭০টি নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল মঙ্গলবার সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন করা হয়েছে। এতে আরো বলা হয়, চলতি বছর জুলাই মাসে মোট ৩৭০ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়। ধর্ষণের ঘটনা ঘটছে মোট ৮০ জন ধর্ষণের শিকার ১৬ জন। ধর্ষণের পর হত্যা করা হয় ৩ জনকে। এছাড়াও ধর্ষণের চেষ্টা করা হয় ৮ জনকে। এছাড়া শ্লীলতাহানির শিকার ৮ জন, যৌন নির্যাতনের ২ জন, এসিডদগ্ধ ২ জন এবং অপহননের ঘটনা ঘটেছে মোট ১১টি। নারী ও শিশু পাচার হয় ২ জন। বিভিন্ন কারণে ৭০ নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ৪ জনকে হত্যা চেষ্টা, ২ জনকে গৃহপরিচারিকাকে নির্যাতন, যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার ৩৮ জন, উত্ত্যক্ত করা হয় ৩০ জনকে, বিভিন্ন নির্যাতনের কারণে ২৮ জন আত্মহত্যা করে, ১৪ জন রহস্যজনকভাবে মৃত্যু, বাল্যবিবাহের শিকার ১১, শারীরিক নির্যাতন ৩২ জন ও পুলিশি নির্যাতন করা হয় ৪ জনকে। এছাড়া ১৫টি নির্যাতনের ঘটনা ঘটেছে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন