শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রামগঞ্জে বিজিবি সদস্যকে হত্যা চেষ্টা

লক্ষীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ১২:০২ এএম

লক্ক্ষীপুরের রামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র নায়েক সুবেদার গোলাম মোস্তফাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। গতকাল সকাল ১১টায় উপজেলার পশ্চিম চন্ডীপুর এলাকার বটতলা কামালের চা দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে পশ্চিম চন্ডীপুর হাশমত উল্যা মাস্টার বাড়ির বিজিবি সদস্য গোলাম মোস্তফার গাছ কেটে নেয় ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা আলা উদ্দীন আলো। গত মঙ্গলবার বিকালে গোলাম মোস্তফা কোরবানি ঈদের ছুটিতে বাড়ি আসলে বিষয়টি আলোকে জিজ্ঞাসা করতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে গতকাল সকালে আলা উদ্দীন আলো মোস্তফাকে স্থানীয় বকুল তলায় ডেকে নেয়। মোস্তফা সেখানে গেলে বাগবিতন্ডতায় জড়িয়ে পড়ে তারা। একপর্যায়ে আলা উদ্দীন আলোর নেতৃত্বে সজিব, আনোয়ার, রিপন, মানিকসহ ১০-১২ জন সন্ত্রাসী মোস্তফাকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। তার চিৎকার শুনে ছেলে মিরাজুল ইসলাম শান্ত ছুটে এলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করে তারা।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আলা উদ্দীন আলোর মুঠোফেনে কয়েকবার যোগাযোগ করলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
রামগঞ্জ থানা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন