করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সারাদেশের ৯ হাজার ৬০০ জন অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীদের মধ্যে ৪ কোটি ৬৬ লাখ টাকার বিশেষ অনুদান দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গতকাল বুধবার সচিবালয়ের নিজ দপ্তরে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানান।
অনুদানের মধ্যে ১ম কিস্তিতে ৬৪ জেলার ৩ হাজার ২০০ জন সংস্কৃতিসেবীকে ১ কোটি ৬০ লাখ টাকা ও ২য় কিস্তিতে ৩ হাজার ৪০ জন সংস্কৃতিসেবীকে ১ কোটি ৫২ লাখ টাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে দেওয়া হয়েছে।
তাছাড়া ঢাকা মহানগরীর সংস্কৃতিসেবীদের মধ্যে ১ম কিস্তিতে ১ হাজার ৩৩৯ জনকে ৬৬ লাখ ৯৫ হাজার টাকা ও ২য় কিস্তিতে এক হাজার জনকে ৫০ লাখ টাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে দেওয়া হবে।
এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংঘ, প্রতিষ্ঠান ও ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে সরাসরি ১ হাজার ২১ জন সংস্কৃতিসেবীকে প্রায় ৩৭ লাখ টাকার বিশেষ অনুদান দেওয়া হয়েছে।
করোনা›র বিশেষ অনুদান ছাড়াও গত ২০১৯-২০ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ অনুদান খাত থেকে মন্ত্রণালয়ের নিয়মিত তালিকাভুক্ত ৩ হাজার ৭৫৬ জন অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীর মধ্েয ৫ কোটি ৮৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন