চট্টগ্রামে আরো ১১২ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। মারা গেছেন এক জন। সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন আরো ৭৫ জন। গতকাল সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। গত চব্বিশ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজসহ চট্টগ্রামের সাতটি ল্যাবে ৭৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
তাদের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে ১১২ জনের। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ২১৩ জন। গত চব্বিশ ঘণ্টায় এক জনসহ এ পর্যন্ত মারা গেছেন ২৩০ জন। গতকাল ৭৫ জনসহ হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ১৮৭ জন। বাসায় থেকে সুস্থ হয়েছেন সাত হাজার ১১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ নয় হাজার ৩০৬ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন