শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

আইন অমান্য করায় একটি সিকিউরিটিজকে জরিমানা

সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নানা ধরনের অনিয়মের কারণে একটি সিকিউরিটিজকে জরিমানা করেছে। সিকিউরিটিজটির নাম সিনহা সিকিউরিটিজ। কোম্পানিটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার কমিশনের ৫৮১তম কমিশন সভায় এ জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসি জানিয়েছে, ব্রোকারেজ হাউজটি পরিচালকদের মার্জিন ঋণ সুবিধা প্রদান করেছে। যা এসইসির আইনের লঙ্ঘন। এছাড়া সমন্বিত গ্রাহক হিসাবের তহবিলে ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুলস ৮এ (১) ও (২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা, ২০০০ এর বিধি ১১ এবং দ্বিতীয় তফসিলের আচরণবিধি ১ ও ৬ লঙ্ঘন করেছে। সিনহা সিকিউরিটিজ লেনদেনের বিপরীতে ৫ লাখ টাকার অধিক নগদ সুবিধা প্রদানের মাধ্যমেও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুলস ৮(১) (সিসি) (আই) এর বিধান লঙ্ঘন করেছে। এসব আইন লঙ্ঘন করায় কমিশন সিনহা সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ডিপজিটরি প্রবিধানমালার চূড়ান্ত সংশোধনী ও স্মল ক্যাপিটাল রুলস কিছু পরিমার্জন ও সংশোধন সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। কমিশন সভায় ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দেয়া হয়েছে। ফান্ডটির লক্ষ্যমাত্রা ২০০ কোটি টাকা। এরমধ্যে ৪০ কোটি টাকা উদ্যোক্তাদের ও ৯৫ কোটি টাকা সকল বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে। যা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে প্রতিটি ইউনিট ১০ টাকা দরে উত্তোলন করা হবে। আর অবশিষ্ট ৬৫ কোটি টাকা প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। কমিশন সভায় সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ডেরও অনুমোদন দেয়া হয়। ৭ বছর মেয়াদি ফান্ডটির বৈশিষ্ট্য হচ্ছে আনলিস্টেড, সম্পূর্ণ রিডিমেবল ও ফ্লোটিং রেটেড। বন্ডটি শুধু স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট বডি এবং যেকোনো বিনিয়োগকারীর কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডের মাধ্যমে টাকা সংগ্রহ করে ব্যাংকটি ব্যাসেল-২ এর শর্ত পূরণ করবে। এক্ষেত্রে প্রতি ইউনিট বন্ডের মূল্য হবে ১০ লাখ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন