কর্পোরেট রিপোর্টার : রেমিট্যান্সে ভাটা পড়েছে চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে। গত মাসে রেমিট্যান্স এসেছে মাত্র ১০০ কোটি ৫৪ লাখ ডলার। এর আগের মাস জুনে এসেছিল ১৪৬ কোটি ৫৮ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রোজার ঈদকে কেন্দ্র করে জুন মাসে বেশি রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। এ কারণে পরের মাস জুলাইয়ে রেমিট্যান্স পাঠানো কিছুটা কমে গেছে। তা ছাড়া ১ থেকে ৯ জুলাই পর্যন্ত টানা ৯ দিন ব্যাংক বন্ধ থাকায় সামগ্রিকভাবে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমে গেছে। তা ছাড়া সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে কিছুটা ঋণাত্মক ধারাও দেখা যাচ্ছে। গত ২০১৫-১৬ অর্থবছরে রেমিট্যান্স ২.৫৫ শতাংশ কমেছে। সদ্য বিদায়ী অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৪৯২ কোটি ৬২ লাখ ডলার। যা আগের অর্থবছরের তুলনায় ৩৯ কোটি সাত লাখ ডলার কম। ২০১৪-১৫ অর্থবছরে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন