শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ, দৃঢ়তায় একতায় রুখবোই জঙ্গিবাদÑ প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউআইইউ ক্যাম্পাসের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
বিকাল ৩টা ৩০ মিনিটে ইউআইইউ অডিটরিয়ামে ‘জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. এম রিজওয়ান খান, উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমানসহ অন্যান্য শিক্ষক বক্তব্য রাখেন। আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. এম রিজওয়ান খান বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার, আইন প্রয়োগকারী সংস্থাসহ সবার সঙ্গে সহযোগিতার পাশাপাশি যা যা করা সম্ভব ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তা করবে। আলোচনা সভায় বিশ্ববিদ্যালযের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। স বিজ্ঞপ্তি


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন