শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত, ভর্তি হাসপাতালে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২০, ৬:০১ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজেই জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান রিপোর্ট পজিটিভ এসেছে। তাই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হয়ে চিকিৎসকের পরামর্শে ভর্তি হাসপাতালে ৷ শরীরে করোনার প্রাথমিক লক্ষণ থাকায় অমিত শাহের কোভিড টেস্ট করা হয় ৷ রিপোর্টে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত ৷ ট্যুইট করে সেকথা নিজেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ একইসঙ্গে সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককেই কোভিড টেস্টের সঙ্গে সঙ্গে আইসোলেশনে যাওয়ারও আর্জি করেছেন ৷

ট্যুইটে অমিত শাহ লিখেছেন, ‘করোনার প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় কোভিড টেস্ট করিয়েছিলাম, যার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আমার শরীর ঠিক আছে, কিন্তু চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি ৷ আমার অনুরোধ গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে নিজেদের আইসোলেট করুন এবং টেস্ট করান ৷’ সূত্র : নিউজ বাংলা ১৮

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Muzaffar Khan Khan ২ আগস্ট, ২০২০, ৬:৫৯ পিএম says : 1
গো মুত্র কাজ করে না?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন