মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আইনের দুর্বলতায় কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না -মানবাধিকার কমিশন চেয়ারম্যান

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আইনের দুর্বলতার কারণে মানবাধিকার কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না বলে মনে করছেন জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান রিয়াজুল হক। প্রয়োজনে আইন সংশোধন করে এক বছরের মধ্যে কমিশনকে আরো কার্যকর করা হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিয়াজুল হক বলেন, আইনের পরিবর্তনের জন্য আমরা ইতোমধ্যে লিখেছি। আইনের ভেতরে যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলোকে পরিবর্তন করাই হলো আমাদের শপথ। এছাড়া দেশে বিচারবহির্ভূত হত্যাসহ যে কোনো মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার ঘোষণাও দিয়েছেন মানবাধিকার কমিশনের নতুন এ চেয়ারম্যান। এর ফলাফল এক বছরের মধ্যে কার্যকরী হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, জাতীয় মানবাধিকার সুরক্ষায় ২০০৮ সালে গঠিত হয় জাতীয় মানবাধিকার কমিশন। তবে কতটা লক্ষ্যে পৌঁছাতে পারছে এই সংস্থা তা নিয়ে আলোচনা-সমালোচনা রয়েছে নানা মহলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন