শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রকৌশলী উৎপল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে এবং তার স্ত্রী গোপা দে’র বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সংস্থার সহকারি পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে এ মামলা করেন। মামলায় এই দম্পতির বিরুদ্ধে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সংস্থার পরিচালক (জনসংযোগ) প্রণব ভট্টাচার্য জানান, ক্যাসিনোকান্ড ও জি.কে. শামীম সংশ্লিষ্টতা অনুসন্ধানের ধারাবাহিকতায় উৎপল কুমার দে’র সম্পদ অনুসন্ধান শুরু হয়।অনুসন্ধান প্রক্রিয়ায় তার স্ত্রীর আয়কর নথি এবং ব্যাংক হিসাব তলব করা হয়। তাতে দেখা যায়,তাদের আয়কর নথিতে প্রদর্শিত অন্তত: ৮কোটি টাকার বৈধ কোনো উৎস নেই।অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে কমিশন মামলা করার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য,গতবছর ১৮ সেপ্টেম্বর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রভাবশালী গ্রেফতার হন। এ ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। শুদ্ধি অভিযান শুরুর পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ পর্যন্ত ২০টি মামলা দায়ের করে দুদক। অন্তত ২শ’ জনের তালিকা ধরে দুদক এখনো অনুসন্ধান চালাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন