শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আরো ৪১ জনের গেজেট বাতিলের আদেশ স্থগিত

বিজিবিতে মুক্তিযোদ্ধা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (অধুনালুপ্ত বাংলাদেশ রাইফেলস)র ১১শ’ ৩৪ মুক্তিযোদ্ধার প্রজ্ঞাপন থেকে আরও ৪১ জনের গেজেট বাতিল স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি সহিদুল করিমের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আগে আরও ১১৯ জনের ক্ষেত্রে স্থগিত করেন হাইকোর্ট। এ তথ্য জানিয়েছেন আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার মো.আব্দুল কাইয়ুম।
তিনি বলেন, গজেট বাতিল আইনানুগ না হওয়ায় সংক্ষুব্ধ ব্যক্তিদের পক্ষে মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার পুরান বাউশিয়ার মো.তোফাজ্জল হোসেন রিট করেন। শুনানি শেষে আদালত ৪১ জনের গেজেট নিয়মিত আদালত খোলা না হওয়া পর্যন্ত স্থগিত করেন। গত ৭ জুন ১ হাজার ১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সরকার।
তাতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭(ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতা বলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সালের) বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের ১ হাজার ১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন