চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে গতকাল দামপাড়াস্থ জহুর আহমেদ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত এই সভায় চসিক প্রশাসক হিসেবে নিবেদিত প্রাণ রাজনীতিক খোরশেদ আলম সুজনকে দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সাথে প্রশাসকের দায়িত্বকালীন সময়ে সকল কর্মকান্ডে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। খোরশেদ আলম সুজন সকলের সহযোগিতা চান।
এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, আওয়ামী লীগ নেতা নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, এম. রেজাউল করিম চৌধুরী, এম এ রশীদ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন