মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডিসেম্বরের মধ্যে তারের জঞ্জালমুক্ত

সাংবাদিকদের মেয়র তাপস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ১২:০৩ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা দক্ষিণ সিটিকে আগামী ডিসেম্বরের মধ্যে তারের জঞ্জালমুক্ত করা হবে। গতকাল ঢাকা মহানগর মহিলা কলেজের গভর্নিং বডির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মেয়র ফজলে নূর তাপস বলেন, আবশ্যকীয়তা ছাড়া সকল ধরনের তার আমরা অপসারণ করবো। এই কার্যক্রম চলমান থাকবে। আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে তারের জঞ্জালমুক্ত করা হবে। এর আগে গত ৫ই আগস্ট থেকে ডিএসসিসিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। গত ৯ আগস্ট রাজধানীর আনন্দবাজার থেকে বঙ্গবাজার পর্যন্ত সড়কের পাশে থাকা ঝুলন্ত তার অপসারণ করা হয়। ঝুলন্ত তারের মধ্যে ইন্টারনেট ও ডিস লাইন রয়েছে। গ্রাহকদের অভিযোগ, এগুলো অপসারণের ফলে অনির্দিষ্ট সময়ের জন্য বাসায় টিভি দেখা ও ইন্টারনেট চালানো বন্ধ হয়ে গেল। বিকল্প ব্যবস্থা না রেখেই তার অপসারণ করাকে গ্রাহকদের বিপদের ফেলার পাঁয়তারা দেখছেন তারা। তার অপসারণ অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ঢাকা শহরে ঝুলন্ত তার থাকবে না এটি মেনেই অভিযান চালানো হচ্ছে। এটি অব্যাহত থাকবে। এর পরিবর্তে মাটির নিচ দিয়ে ক্যাবল অপারেটররা সংযোগ নিতে পারবেন। তবে সেক্ষেত্রে অপারেটর কোম্পানিগুলো সিটি করপোরেশনের সঙ্গে যোগযোগ করলে সমস্যার সমাধান হতে পারে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এ বিষয়ে নোটিশ দিয়ে কোনো লাভ নেই। ঝুলন্ত তার অপসারণ করা হবে এটি অনেক দিন ধরে সবারই জানা। কিন্তু কেউ বিকল্প ব্যবস্থা গ্রহণ করেনি। যার কারণে গ্রাহকদের সাময়িক সমস্যায় পড়তে হবে। তিনি বলেন, ক্যাবল অপারেটররা যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি গ্রাহকদের সমস্যা সমাধান হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন