শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হুম্মাম কাদের চৌধুরীকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ

আইনজীবীদের অভিযোগ

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধে দ- কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। তবে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান গত রাতে ইনকিলাবকে জানান, হুম্মামকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ।
হুম্মাম কাদের চৌধুরীর আইনজীবী আমিনুল গণী টিটোর সহকারী আইনজীবী চৌধুরী মো. গালিব রাগীব সংবাদকর্মীদের জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদ-াদেশ দেয়া হয়। এই রায় ফাঁস করার অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় হাজিরা দিতে আদালতে যান হুম্মাম কাদের চৌধুরী। দুপুর পৌনে ১২টার দিকে ব্যক্তিগত গাড়িতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনের রাস্তায় আসেন হুম্মাম। সঙ্গে ছিলেন তার মা ফারহাত কাদের চৌধুরীও। কিন্তু গাড়ি থেকে নামার পরপরই ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের নিচ থেকে ৬ জন লোক নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। তারা হুম্মামকে জানায়, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। হুম্মাম তাদের কাছে গ্রেফতারি পরোয়ানা দেখতে চান। কিন্তু পরোয়ানা না দেখিয়ে সাদা পোশাকের লোকজন হুম্মামকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় হুম্মামের মা ফারহাত কাদের চৌধুরীকে তারা বলেন, আপনি কোনো কথা বলবেন না, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। এদিকে হুম্মামের আইনজীবী আমিনুল গণী টিটো বলেন, হুম্মামকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে লিখিতভাবে জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন