কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ ব্যাংকের মুনাফা বেড়েছে। চলতি বছরের প্রথম ৬ মাসে এমনটি হয়েছে। এই সময়ে অধিকাংশ ব্যাংকের নিট মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীরা জানিয়েছেন, গত বছরের তুলনায় ব্যাংকগুলোর ঋণ প্রবৃদ্ধি এবং খেলাপি ঋণ পুনঃতফসিল বেশি হওয়ার কারণে মুনাফা বেড়েছে। ব্যাংকগুলোর প্রকাশিত অর্ধবার্ষিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, বছরের প্রথম ছয় মাসে ৩০ ব্যাংকের মধ্যে ২০টির নিট মুনাফা ও ইপিএস বেড়েছে। কমেছে ৯টির। অপরিবর্তিত রয়েছে একটির। বছরের দ্বিতীয় প্রান্তিকে (গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ) তিন মাসে ১৫ ব্যাংকের নিট মুনাফা ও ইপিএস বেড়েছে। কমেছে ১৪টির। ইপিএস অপরিবর্তিত রয়েছে একটির। সার্বিক হিসাবে প্রথম ছয় মাসে ব্যাংকগুলো সম্মিলিতভাবে ২ হাজার ৮৬৬ কোটি টাকা নিট মুনাফা করেছে। গত বছরের প্রথম ছয় মাসে এর পরিমাণ ছিল ২ হাজার ৬১৯ কোটি টাকা। মুনাফা বেড়েছে প্রায় সাড়ে ৯ শতাংশ। বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ গত এপ্রিল থেকে জুনে ব্যাংকগুলো নিট মুনাফা করেছে ১ হাজার ৬৭২ কোটি টাকা। গত বছরের এ সময়ে নিট মুনাফা ছিল ১ হাজার ৬২৭ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় পৌনে ৩ শতাংশ বেশি। দ্বিতীয় প্রান্তিকে যেসব ব্যাংকের নিট মুনাফা ও ইপিএস বেড়েছে সেগুলো হলোথ স্যোসাল ইসলামী, ব্র্যাক, ন্যাশনাল, দ্য সিটি, রূপালী, ফার্স্ট সিকিউরিটি, এক্সিম, আইএফআইসি, মার্কেন্টাইল, ইস্টার্ন, যমুনা, ট্রাস্ট, মিউচুয়াল ট্রাস্ট, এবি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক। এক্ষেত্রে ইপিএস অপরিবর্তিত থেকেছে প্রিমিয়ার ব্যাংকের। বিপরীতে গত বছরের একই সময়ের তুলনায় নিট মুনাফা ও ইপিএস কমেছে প্রাইম, ডাচ্-বাংলা, পূবালী, ইউনাইটেড কমার্শিয়াল, ব্যাংক এশিয়া, আল-আরাফাহ্, ঢাকা, ইসলামী, সাউথইস্ট, ওয়ান, শাহজালাল, উত্তরা, এনসিসি এবং আইসিবি ইসলামিক ব্যাংক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন