কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ মিউচ্যুয়াল ফান্ড ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে। এগুলো হলো- এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথফান্ড, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ঢাকা স্টক একচেঞ্জে লিস্টিং রেগুলেশেন ১৯ (১) ধারা অনুযায়ী ৯ আগস্ট অনুষ্ঠিত হবে ফান্ডগুলোর ট্রাস্টি সভা। ডিএসই সূত্রে জানা যায়, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথফান্ড, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এবং ডিবিএইচ ফার্স্ট ফান্ডগুলোর ট্রাস্টি সভা আগামী ৯ আগস্ট, মঙ্গলবার দুপুর ২টা ৫৫ মিনিটে, ২টা ৪৪ মিনিটে এবং ২টা ২৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৫ সালের সমাপ্ত শেষ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার পাশাপাশি ইউনিট হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন