শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

খসড়া অনুমোদন বাজার সৃষ্টিকারী বিধিমালার

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বাজার সৃষ্টিকারী বিধিমালা, ২০১৬-এর খসড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে ডিপোজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩-এর সংশোধনীর চ‚ড়ান্ত অনুমোদন করেছে। যা বাংলাদেশ গেজেটে শিগগিরই প্রকাশ করা হবে। বিএসইসির ৫৮১তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বাজার সৃষ্টিকারী বিধিমালা ২০১৬-এর জনমত জরিপের জন্য শিগগিরই দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে খসড়াটি প্রকাশ করা হবে। মঙ্গলবারের কমিশন সভায়, ফাইন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালনা করার লক্ষ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগ নামে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে কমিশন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস, ২০১৬-এর কিছু পরিমার্জন ও সংশোধন সাপেক্ষে চ‚ড়ান্ত অনুমোদন প্রদান করেছে। যা শিগগিরই বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন