মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আগামী সপ্তাহ থেকে বাড়ছে বিমান ভ্রমণের খরচ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন ফি আরোপ করায় আগামী সপ্তাহ থেকে বিমান যাত্রীদের ভাড়া বাড়ছে। বিমানবন্দরের উন্নয়ন, নিরাপত্তা শক্তিশালী করার জন্য নতুন ফি আরোপ করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) এক নোটিশে এ কথা বলা হয়েছে।
ভ্রমণকারীর গন্তব্যের ওপার ভিত্তি করে টিকেটের মূল্য ভিন্ন হবে। গত মাসে ইস্যু করা নোটিশে বলা হয়েছে, ১৬ই আগস্ট থেকে বর্ধিত এই ফি নেয়া শুরু করবে সব এয়ারলাইন্স। সার্কভুক্ত দেশগুলোতে যাওয়া যাত্রীদেরকে প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি হিসেবে ৫ ডলার এবং নিরাপত্তা ফি হিসেবে ৬ ডলার করে দিতে হবে। আন্তর্জাতিক গন্তব্যে যাওয়া যাত্রীদেরকে প্রতি টিকেটে ১০ ডলার করে বাড়তি ফি দিতে হবে। অন্যদিকে আভ্যন্তরীণ রুটে চলাচলকারীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা এবং নিরাপত্তা ফি ৭০ টাকা।
এতে আরো বলা হয়েছে, যাত্রীদেরকে দিতে হবে শতকরা ১৫ ভাগ ভ্যাট। এটাই নতুন আরোপিত সবচেয়ে বড় ফি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
সুহানা ১২ আগস্ট, ২০২০, ১০:৩৫ এএম says : 0
সব জায়গায়ই শুধু খরচ বাড়ছে
Total Reply(0)
তানবীর ১২ আগস্ট, ২০২০, ১০:৩৬ এএম says : 1
ধনীদের কাছে তো এই টাকা কোন ব্যাপার না, কিন্তু গরীব মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে
Total Reply(0)
সাদ্দাম ১২ আগস্ট, ২০২০, ১০:৩৮ এএম says : 1
ফি বাড়াচ্ছে ঠিক আছে, সাথে সেবার মানও বাড়াতে হবে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন