শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এবার কদমতলী থানার এসআইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

ক্রসফায়ারের হুমকি ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য ও এক সোর্সের বিরুদ্ধে মামলার পর এবার কদমতলী থানার এসআই নাজমুল হুদা বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আরো আটজনকে আসামি করা হয়েছে।
গতকাল দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালতে মো. ইমরান হোসেন নামে এক ব্যবসায়ী মামলাটি করেন। এসময় আদালত মামলাটি গ্রহণ করে ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার বাকিরা আসামিরা হলেন- লাভোলা আইসক্রিমের এরিয়া ম্যানেজার উজ্জ্বল হোসেন, মার্কেটিং অফিসার্স সানাউল হক, তরিকুল, জুবায়ের, সজীব, আলম, শামীম ও রবিউল। মামলার আসামি এসআই নাজমুল হুদা বর্তমানে রাজধানীর ওয়ারী থানায় কর্মরত। অভিযোগের ব্যাপারে গতকাল তার সাথে যোগাযোগ করা হয়। এ সময় সাংবাদিক পরিচয় শুনে তিনি ফোন কেটে দেন। এর আগে গত সোমবার জেএমবি বানিয়ে ক্রসফায়ারের হুমকি ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান, এসআই পবিত্র সরকার, খালিদ শেখ, এএসআই শাহিনুর রহমান, কনেস্টবল মো. মিজান ও সোর্স মোতালেবের বিরুদ্ধে মামলা করেন সোহেল নামের এক ব্যবসায়ী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন