ইনকিলাব ডেস্ক
ভারতের গুজরাট রাজ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির (ওবিসি) জনগোষ্ঠির জন্য বরাদ্দ ১০ শতাংশ চাকরি কোটাকে অবৈধ বলে রায় দিয়েছে রাজ্যটির হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার এ রায় দেয়া হয়। রায়ে আদালত বলেছে, এ ধরনের কোটা বরাদ্দ করা অসাংবিধানিক এবং বেআইনি। প্রধান বিচারপতি আর সুভাশ রেড্ডির নেতেৃত্বে আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় এটি।
এই মুহূর্তে গুজরাটে নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছে হিন্দু শ্রেণি প্রথার কারণে বঞ্চিত ও নিগৃহীত প্যাটেল সম্প্রদায়ের মানুষ। তাদের আন্দোলন দমনে সরকার উদ্যোগ নেয় ও বিসি’র মাধ্যমে ১০ শতাংশ চাকরি কোটা বরাদ্দ দেয়ার। এতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠিটি কিছুটা উপকৃত হতে পারতো। তবে আদালতের রায়ের কারণে এ উদ্যোগ ধাক্কা খেল। আদালত বলছেন, সাংবিধানিকভাবে নির্ধারিত মোট ৫০ শতাংশ কোটার ইতোমধ্যে বিভিন্নভাবে সাড়ে ৪৯ শতাংশ পূর্ণ হয়ে আছে। নতুন করে আরো ১০ শতাংশ আরোপ করা হলে তা সংবিধানের লংঘন হবে। এদিকে প্যাটেলদের পক্ষ থেকে সরকারের উদ্যোগ এবং আদালতের রায়কে সরকারের দেখানো ‘ললিপপ’। সূত্র: লাইভমিন্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন