প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসকে কবে প্রতিষেধক দিয়ে কাবু করা যাবে? কবে বিদায় নেবে সংক্রামক জীবাণু? এখনো এর কোনও উত্তর পাওয়া যায়নি। তাতে কী? দ্রুত কোভিডের বিদায়ের প্রার্থনায় তো কোনও বাধা নেই।
করোনাকে বিদায় জানাতে অভিনব সৃজনী প্রতিভার বিকাশ ঘটালেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের বাসিন্দারা। তারা ১৩ একর জমিতে স্রেফ ভুট্টাদানা দিয়ে লিখে ফেললেন বিদায়বার্তা। জমিতে ফুটে উঠল ঈঙঠওউ এঙ অডঅণ. তার চারপাশে দারুণ নকশা।
এভাবে কি করোনা বিদায় সম্ভব? কিন্তু এর মধ্যে যে সৃজন প্রতিভা লুকিয়ে, তা আবিষ্কার করতে পারবেন সৌন্দর্যপ্রেমী মানুষমাত্রই। ছোট ছোট দানার ভুট্টা দিয়ে অক্ষর সাজিয়ে তিন তিনটে শব্দ লেখা। তারপর আবার তার চারপাশে সুন্দর নকশা! নিঃসন্দেহে পরিশ্রম আর ধৈর্যের কাজ। সেইসঙ্গে সৃষ্টিশীল ভাবনারও পরিচয়।
জনসনস জায়েন্ট পাম্পকিনস নামে একটি কৃষি সংস্থা সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করার পর থেকেই তাতে লাইক, শেয়ারের বন্যা। নেটিজেনরা সকলেই এমন শিল্পের তারিফ করছেন।
করোনামুক্তির জন্য সবচেয়ে বেশি কাতর প্রার্থনায় মগ্ন মার্কিনীরা। তবে সেই প্রার্থনাও যে কতটা সুন্দরভাবে হতে পারে, ভুট্টাদানা দিয়ে লেখা এই বার্তাই বোধহয় তার সবচেয়ে বড় প্রমাণ। সূত্র : এনডিটিভি/জি নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন