শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

বন্যার্ত মানুষের সহায়তায় আশা জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : চলতি বন্যায় কার্যক্রম দেশের উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোর বন্যার্ত মানুষের সহায়তায় আশার পক্ষ থেকে জরুরি ঔষধ ও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এ কার্যμমের মধ্যে রয়েছে, শুকনো খাবার, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ বড়ি, চর্মরোগের ঔষধ বিতরণ ও নলকূপ স্থাপন। ইতোমধ্যে জামালপুর ও লালমনিরহাট জেলায় পাঁচ লাখ টাকা মূল্যের শুকনো খাবার, খাবার স্যালাইন, পানি-বিশুদ্ধকরণ বড়ি প্রেরণ করা হয়েছে। অন্যান্য বন্যা কার্যক্রম জেলার মানুষের জন্য জরুরীভিত্তিতে ত্রাণ সহায়তা প্রেরণ করা হচ্ছে। ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের আশার কেন্দ্রীয় কার্যালয়ে একটি সেল খোলা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আশার বন্যা ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন