মানিকগঞ্জে সর্প দংশনে ৩ জন, শেরপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু, বোরহানউদ্দিনে বাঁধে ধস
বোরহানউদ্দিন (ভোলা) উপজেলা সংবাদদাতা : ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়ন সংলগ্ন মেঘনা তীর সংরক্ষণ বাঁধের প্রায় ১ কিলোমিটার এলাকা নিয়ে মারাত্মক ধস দেখা দিয়েছে। গত দুই দিনে দমকা বাতাসসহ অমাবশ্যার জো’র প্রভাবে অতি জোয়ারের পানি বাঁধের উপর প্রবল বেগে আছড়ে পড়ায় ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দারসহ এলাকাবাসী জানান। শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে বড়মানিকাসহ পার্শ্ববর্তী পক্ষিয়া ইউনিয়ন সংলগ্ন বাঁধে অন্তত ১০ টি স্থানে ছোট বড় ফাটল দেখা যায়। কোন কোন স্থান দিয়ে মাত্র ২-৩ ফুট বাঁধ অবশিষ্ট আছে, বাকি অংশ নদীগর্ভে চলে গেছে। এলাকাবাসী জানান, শুক্রবারও একই পরিমাণ পানির চাপ থাকলে যে কোন মুহূর্তে বেড়িবাঁধ ভেঙ্গে উপজেলা সদর পর্যন্ত প্লাবিত হওয়া সময়ের ব্যাপার মাত্র। প্লাবনের আশঙ্কায় পৌর শহরসহ ৫ ইউনিয়নের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে প্লাবিত হওয়ার আশঙ্কায় বাঁধের আশ-পাশের কিছু পরিবার অন্যত্র চলে গেছে। তবে নিম্ন আয়ের লোকজনকে বাড়ি ঘরেই অবস্থান করতে দেখা গেছে।
শুক্রবার দুপুরে বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দারের তদারকিতে কয়েক শত শ্রমিককে বাঁধ মেরামত করতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দা আ. হক, মো. বাবুল, হোসেন হাওলাদার, ইদ্রিস মাঝি, লোকমান মিয়া জানান, বৃহস্পতিবার জোয়ার কমার সাথে সাথে দিন-রাত এখন পর্যন্ত মেরামত কাজ চলছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আ. কুদ্দুস জানান, ভোলা পানি উন্নয়ন বোর্ডকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আকতার ৬ শত মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে জানান, বাঁধ মেরামতের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
ইসলামপুরে ব্যাপক ক্ষতি
ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা ঃ এবারের ভয়াবহ বন্যায় জামালপুরের ইসলামপুরে দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, পোনা মাছ, সবজিসহ নানা আবাদ, ব্রীজ কালভার্ট ও বিভিন্ন সড়কের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ১৬৬টি বিদ্যালয় পানিতে ডুবে গিয়েছিল। চেঙ্গানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩টি বিদ্যালয় রয়েছে নদী ভাঙনের মুখে। পাশাপাশি কৃষি খাতে সবজি, পাট, বীজতলা, ধানসহ নানা আবাদের ক্ষতি হয়েছে। সাড়ে ৪শ’ পুকুর ডুবে শত শত মণ পোনা মাছ ভেসে গেছে। এছাড়াও সংস্কারাধীন সড়কের কয়েকটি ব্রীজ ও কালভার্টসহ ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। অভ্যন্তরীণ যোগাযোগের প্রতিটি সড়কই ভেঙে গেছে। এসব ক্ষতি পুষিয়ে নিতে কৃষক ও ভুক্তভোগীদের অনেক বেগ পেতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী জানান, প্রায় কোটি টাকা ব্যয়ে বলিয়াদহ হতে মাহমুদপুর রাস্তা ও ইসলামপুর হতে ঝগড়ারচর জিসি রাস্তা গোয়ালের চর রাস্তায় কার্পেটিং কাজ হচ্ছে। এসব রাস্তা পানিতে নিমজ্জিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। মোরাদাবাদ কুলকান্দি রাস্তায় ডাব্লিও পিএম কাজের অনেকাংশ ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়েছে। বামনা, ডেবরাইপ্যাচ সড়কের শিংভাঙ্গাসহ উপজেলার ১৩ টি বক্স কালভার্ট, ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ৮৫টি মাদরাসা,মাধ্যমিক বিদ্যালয় বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম চৌধুরী জানান, ১৬৬টি প্রাথমিক বিদ্যালয়-এর মধ্যে ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে নদী ভাঙনের কবলে রয়েছে।
ইসলামপুর উপজেলা সহঃ প্রকৌশলী ইউসুফ শাহী জানান, এতে করে ১৫০ কিঃ মিঃ নিমজ্জিত ব্রীজ ১০০মিঃ ও বিভিন্ন সড়কসহ প্রায় ২৬ কোটি টাকা ক্ষতি সাধিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান জানান, এবারের বন্যায় ৩ হাজার ৬শত ৩৬ হেক্টোর জমি বিভিন্ন আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল বারেক জানান, ১৫ হাজার গরু, ২০ হাজার ছাগলসহ অনেক গৃহপালিত পশু পাখির ক্ষতি হয়েছে।
মানিকগঞ্জে সর্প দংশনে ৩ জনের মৃত্যু
আরিচা সংবাদদাতা : মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি কমলেও বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিআইডব্লিউটিএ’র আরিচা কর্যালয়ের গেজ রিডার আলমগীর হোসেন জানান, শুক্রবার গত ২৪ ঘণ্টায় উক্ত পয়েন্টে ১৬ সেন্টিমিটার পানি হ্রাস পেয়ে ৯ দশমিক ৫৫ সেন্টিমিটার নেমেছে। বৃহস্পতিবার উক্ত পয়েন্টে পানির লেবেল ছিল ৯ দশমিক ৭১ সেন্টিমিটার।
জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানিও কমছে। তলিয়ে যাওয়া ঘর-বাড়ি, হাট-বাজার, স্কুল-কলেজ জাগতে শুরু করেছে। তবে পনি কমার সাথে সাথে দেখা দিয়েছে নানা ধরনের রোগের প্রাদুর্ভাব। অন্যদিকে, শিবালয়, হরিরামপুর ও দৌলতপুর উপজেলার চরাঞ্চল ও নি¤œাঞ্চলের কয়েক লাখ লোক এখনও পানি বন্দী রয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ ও আর্থিক সহায়তা দরকার বলে জানিয়েন ওইসব এলাকার ভুক্তভুগি ও জনপ্রতিনিধিরা।
এদিকে বন্যা চলাকালীন সময় সাপের ছোবলে এক গৃহবধূসহ তিন জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এরা হচ্ছেন মানিকগঞ্জ সদর উপজেলা কোনাবাড়ি গ্রামের রমজান আলীর স্ত্রী মাখছুদা আক্তার (২০), হরিরামপুর উপজেলার হালুয়াঘাটা গ্রামের দুলাল মিয়ার ছেলে স্বপন (১৪) ও একই উপজেলার পাটগ্রাম গ্রামের কুদ্দুস বিশ্বাসের মেয়ে শ্যামলি আক্তার (৫)। নিহতদের স্বজনরা জানান, বাড়ির চারপাশে বন্যার পানি । বুধবার রাতে মাখছুদা আক্তার ঘরে রাখা ধানের বস্তায় হাত দিলে তাকে বিষাক্ত সাপ ছোবল দেয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
লেছড়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমাস জানান, বৃহস্পতিবার তার ইউনিয়নে স্বপন ও শ্যামলি নামে দুই শিশু বিষাক্ত সাপের কামড়ে মারা গেছে।
শেরপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরে বন্যার পানিতে ডুবে রাহাত নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে শেরপুর-জামালপুর সড়কের পোড়ার দোকান নামক স্থানের কজওয়েতে প্রবাহিত বন্যার পানিতে শেরপুর জেলা শহরের বাগরাকসা মহল্লার গিয়াস উদ্দিনের স্কুল পড়–য়া ছেলে রাহাত (১২) ও তার বন্ধুরা গোসল করতে নামে। এসময় পানির তোড়ে পার্শ্ববর্তী খাদে ডুবে যায় রাহাত। পরে ফায়ার সার্ভিসের শেরপুরের কর্মী ও ময়মনসিংহের দমকল বাহিনীর ডুবুরীদের উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের ৪ঘন্টা পর তার লাশ উদ্ধার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন