স্টাফ রিপোর্টার : দেশের উন্নয়নের ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও সরকারের কয়েকজন মন্ত্রী টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্রের পক্ষে যুক্তি দিয়ে আসছে। অন্যদিকে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো উন্নয়নের স্বার্থে অংশগ্রহণমূলক গণতন্ত্রের কথা বলছে। এ প্রেক্ষাপটে ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্র গ্রহণযোগ্য কি না- এ নিয়ে আজ শনিবার সকালে বিএফডিসি’তে ছায়া সংসদ ‘পাবলিক পার্লামেন্ট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে তেজগাঁওস্থ বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ৮ নং ষ্টুডিওতে এই ছায়া সংসদ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন