ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির নেতা অমিত শাহকে সোমবার রাতে আবারও দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ ভর্তি করানো হয়েছে। চার দিন আগে নিজেই টুইট করে জানিয়েছিলেন তিনি করোনা নেগেটিভ এবং পুরোপুরি সুস্থ। গুরুগ্রামের হাসপাতাল থেকে বাড়িতেও ফিরেছিলেন। কিন্তু আবারও হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ২৪ ঘণ্টার আগে কিছু বলা যাবে না।
সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষার সময় অমিতের বুকে সংক্রমণের হদিস মেলে। এর পরেই তাকে দ্রুত এমস-এ নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পরে চিকিৎসকেরা তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন।
এমসের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ৩-৪ দিন ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেহে ব্যথা এবং ক্লান্তিজনিত সমস্যা রয়েছে। পোস্ট কোভিড কেয়ারের (করোনা পরবর্তী চিকিৎসা) জন্য তাঁকে ভর্তি করানো হয়েছে। -আনন্দ বাজার
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন