শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অনৈতিকতার অভিযোগে বরখাস্ত হাইকোর্টের দুই কর্মকর্তা

সুপ্রিম কোর্টের মুখপাত্রের বিবৃতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

অনৈতিক লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তারা হলেন- হাইকোর্ট বিভাগের ঢাকা এফিডেভিট কমিশনার হিসাবে চলতি দায়িত্বপালনকারী খান মো. সিরাজুল ইসলাম এবং কমিশনার অব এফিডেভিট হিসাবে দায়িত্বরত মো. আব্দুর রশিদ। গতকাল সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দায়িত্বপালনরত অবস্থায় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চাকরি বিধিমালা অনুসারে বিভাগীয় মামলা রুজু করা এবং অসদাচারণ, দুর্নীতি এবং অফিস শৃঙ্খলা পরিপন্থী অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হলো। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের বেঞ্চ ও শাখাগুলোর দুর্নীতি নিয়ে সোচ্চার হয়ে উঠেছেন আদালতের আইনজীবী ও কোর্ট প্রশাসন। এরই ধারাবাহিকতায় কর্মকর্তাদের দুর্নীতি রুখতে অভিযোগ বক্স স্থাপন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন