দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে ভারতের অবস্থা সবচেয়ে খাবার। প্রতিবেশি পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও ভুটানের তুলনায় সে দেশের অবস্থা খুবই খারাপ। ইতোমধ্যে আক্রান্ত ৩০ লাখ আর মৃত্যু ৬০ হাজার ছুই ছুই করছে।
এদিকে ২০ লাখ থেকে ৩০ লাখে পৌঁছতে সময় লাগল মাত্র ১৫ দিন। ভারতে করোনা রোগীর সংখ্যা বেসরকারি ভাবে আজ ৩০ লাখ পেরোল।
যদিও সে দেশের সরকারি ভাবে আজ এ দেশে সংক্রমিতের সংখ্যা ২৯,৭৫,৭০১। যা আসলে গত কালের হিসেব। আজ সারাদিনের সংক্রমিতের সংখ্যা হিসেব করে ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে, ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা ৩০ লাখ পেরিয়ে গিয়েছে। সব মিলিয়ে দিনের শেষে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০,৪৩,৪৩৬ জন। এ দিকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ৬৯,৮৭৪ জন। যা নতুন রেকর্ড। গত এক দিনে মারা গিয়েছেন ৯৪৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৫,৯৭৪ জনের। আনন্দবাজার
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন