শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট প্রার্থীর করোনায় মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ১২:০০ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হারমান কেইন গত বৃহস্পতিবার করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন। তিনি প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, একটি নামীদামী পিজ্জা চেইনের প্রাক্তন সিইও। বয়স হয়েছিল ৭৪ বছর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনি ছিলেন প্রবল সমর্থক।
মার্কিন মিডিয়া সূত্রে জানা যায়, সপ্তাহ দুয়েক আগে হারমান কেইনের কোভিড ধরা পড়েছিল। কেইন সম্প্রতি ওকলাহোমার তুলসায় ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন। সেখানে মার্কিন প্রেসিডেন্টের হয়ে নির্বাচনী প্রচারের যাঁরা দায়িত্ব নেন, পরে তাঁদের অনেকেরই করোনা ধরা পড়ে। কেইন ছিলেন সংক্রামিতদের মধ্যে একজন।
বৃহস্পতিবার আমেরিকায় করোনায় ১,১৬৭ জন মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন ৬০ হাজার ৪৩৬ জন। সবমিলিয়ে আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ লক্ষ ৩৮ হাজার ৪৭৩। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৭ জনের। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ৯৬ হাজার ৯৩৪। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠছেন ২২ লক্ষ ৭৬ হাজার ৫৩২ জন।
এদিকে ব্রাজিলের ফার্স্ট লেডি মিশেল বলসোনারো কোভিড ধরা পড়েছি। মাত্র দিন কয়েক আগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তাঁর স্বামী, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ১,১৮৯ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯১ হাজার ৩৭৭। মোট সংক্রামিত ২৬ লক্ষ ১৩ হাজার ৭৮৯।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন