শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

এখনও গভীর কোমায় ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ৬:২৩ পিএম

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার কোনও পরিবর্তন হয়নি। এখনও গভীর কোমায় রয়েছেন তিনি। ভেন্টিলেটরে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। রবিবার দিল্লির সেনা হাসপাতালের তরফে এমনটাই জানানো হয়েছে।

প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের হাল হকিকত জানাতে প্রতিদিন বুলেটিন প্রকাশ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিন তাতে বলা হয়, ‘‘প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার কোনও পরিবর্তন হয়নি। এখনও গভীর কোমায় রয়েছেন তিনি। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। ওঁর ভাইটাল প্যারামিটার্স স্থিতিশীল।’’

গত ৯ অগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণববাবু। তার জেরে স্নায়ুঘটিত সমস্যা দেখা দিলে, পর দিন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি হন। সেখানে মাথায় অস্ত্রোপচার হয় তাঁর। পরীক্ষায় করোনাও ধরা পড়ে। সেই থেকেই হাসপাতালে ভেন্টিলেটরে রয়েছেন তিনি। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পডে় তাঁর।

আরও পড়ুন: বিকল্প নেতৃত্বের খোঁজে কংগ্রেস, সনিয়াকে চিঠি ২৩ নেতার, বৈঠক সোমবার​


আরও পড়ুন: ভারতে বিনামূল্যে করোনা টিকা মিলতে আর ৭৩ দিন, জানাল প্রস্তুতকারী সংস্থা​

এর আগে, গত ২১ অগস্ট প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় টুইটারে লেখেন, ‘‘পৃথিবীর নানা প্রান্ত থেকে বাবার জন্য উদ্বেগ প্রকাশ করছেন মানুষ। তাঁদের প্রার্থনা আমার মন ছুঁয়ে গিয়েছে। আজ ভারতরত্ন লতা মঙ্গেশকরও বাবার খোঁজ নিয়েছেন। ওঁর সুস্থতা কামনা করেছেন। আমার মায়ের সঙ্গেও পরিচয় ছিল ওঁর। ভগবান ওঁর (লতা মঙ্গেশকর) মঙ্গল করুন।’’
সূত্র : আনন্দবাজার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন