শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

করোনায় মারা গেলেন আরেক এক পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ৯:১৪ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো এক পুলিশ সদস্য। রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান তিনি।

নিহত দেওয়ান মো. নূরে আলম সিদ্দিকী (৪৬) ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-মতিঝিল বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর থানার কেশবপুর গ্রামে। তিনি স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে গেছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি ওয়ালিদ হোসেন জানান, তিনি কর্মজীবনে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার এই অকাল প্রয়াণ বাংলাদেশ পুলিশ এবং তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ম নাছিরউদ্দীন শাহ ২৩ আগস্ট, ২০২০, ১০:১০ পিএম says : 0
করোনা মহামারীতে দেশের পুলিশ বাহিনীর ত‍্যাগ মানবতা দাফন কাপন সহ সামাজিক সাহায্য সহযোগিতা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বরণ করবে দেশওজাতি। আজও একজন মোঃ নুর আলম ছিদ্দিকী মৃত্যুর মাঝে শতের কাছাকাছি শহীদ হাজার হাজারো আক্রান্ত। আল্লাহ্ মৃত্যুবরণ কারী আইন শৃংখলা বাহিনীর সদস্যদের শহীদের পবিত্র মর্যাদাবান স্থান জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন