শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ফোর্ড ৮ লাখ গাড়ি প্রত্যাহার করবে

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো থেকে ৮ লাখ ৩০ হাজার গাড়ি ও ভ্যান প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড। গাড়িগুলোর ত্রæটিপূর্ণ দরজা মেরামতের জন্য বৃহস্পতিবার এ ঘোষণা দেয়া হয়। কোম্পানিটি জানিয়েছে, দেখা গেছে চালক গাড়ির দরজা বন্ধ করে দেয়ার পরও তা খুলে যায়। অনেক ক্ষেত্রে প্রয়োজনের সময় দরজা সহজে খোলা যায় না। এছাড়া চলন্ত অবস্থায় এসব গাড়ির দরজা খুলে যাওয়া ও ছিটকিনি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে। এরই মধ্যে ত্রæটিপূর্ণ দরজার কারণে একটি দুর্ঘটনা ও একজন আহত হওয়ার তথ্য পেয়েছে ফোর্ড। যেসব গাড়ি প্রত্যাহার করা হচ্ছে, তার মধ্যে রয়েছে, ২০১৩-২০১৫ সালের সি-ম্যাক্স ও ২০১২-২০১৫ সালের এসইউভি। এছাড়া ২০১৪-২০১৫ সালে তৈরি পণ্যবাহী ভ্যান ও ২০১৫ সালে তৈরি মাসট্যাং এবং লিংকন এমকেসি মডেলের গাড়ি রয়েছে। এ-সংক্রান্ত অভিযোগগুলোর বেশির ভাগই এসেছে যুক্তরাষ্ট্রের হাওয়াই, ক্যালিফোর্নিয়া, উত্তর-পশ্চিম প্যাসিফিক থেকে। এর বাইরে মেক্সিকোর প্রায় ৬১ হাজার গাড়িতে এ ত্রুটি রয়েছে। সম্প্রতি ২০১৫-২০১৬ সালের লিংকন এমকেসি এবং ফোর্ড এক্সপ্লোরারের ইঞ্জিনের ব্লক-হিটার এবং এফ৬৫০ ও এফ-৭৫০ ট্রাকের পার্কিং কেবল কানেক্টর ক্লিপস মেরামতের জন্য গাড়ি প্রত্যাহার করে কোম্পানিটি। এর পর পরই আবার দরজার ত্রুটিজনিত কারণে গাড়ি প্রত্যাহারের ঘোষণা দেয়া হলো। মে মাসে আরো ২ লাখ ৭১ হাজার গাড়ি প্রত্যাহার করে ফোর্ড। তৃতীয়বারের মতো এ মেরামত কাজে প্রায় ২৭ কোটি ডলার ব্যয় হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন