কর্পোরেট ডেস্ক : হ্যাকিং বা সাইবার অপরাধ দিনকে দিন বেড়েই চলেছে। সফটওয়্যার দুর্বলতা কাজে লাগিয়ে এ ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। সাইবার অপরাধ প্রতিরোধে নিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো। সফটওয়্যারের সূ² ত্রæটি ধরিয়ে দিতে পারলে হ্যাকারদের পুরস্কৃত করার চল রয়েছে। এবার সফটওয়্যারে নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিতে পারলে সর্বোচ্চ ২ লাখ ডলার পর্যন্ত পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। খবর এপি। সম্প্রতি লাস ভেগাসে আয়োজিত কম্পিউটার নিরাপত্তা সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সাইবার অপরাধ প্রতিরোধে ‘বাগ বাউন্টি’ শীর্ষক প্রোগ্রামের আওতায় অন্য বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় আইফোন নির্মাতা কোম্পানিটি। হ্যাকার বা সাধারণ মানুষ যাতে অ্যাপলের বিভিন্ন সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিতে পারে এবং গ্রাহক তথ্য চুরি করে প্রকাশ বা অন্যদের কাছে বিক্রি না করে, সেজন্যই এ পুরস্কার। কয়েক বছর ধরেই প্রযুক্তি কোম্পানি গুগল ও শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাগ বাউন্টি প্রোগ্রামের আওতায় হ্যাকারদের পুরস্কৃত করে আসছে। এ তালিকায় এরই মধ্যে যুক্ত হয়েছে আরো বেশকিছু প্রযুক্তি কোম্পানি। প্রাথমিকভাবে অল্প সংখ্যক গবেষককে পুরস্কৃত করবে, যা আগামীতে বাড়ানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন